Muladi Pourashava, Barisal | মুলাদী পৌরসভা, বরিশাল
বাংলাদেশর দক্ষিণ পূর্ব অঞ্চলের বরিশার অন্তর্গত জেলার মুলাদী উপজেলার কিছু অংশ নিয়া ২৫শে জানুয়ারী ২০০১ইং তারিখ মুলাদী পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। মুলাদী পৌরসভার উত্তরে তালুকদার হাট, দক্ষিণে বরিশাল মুলাদী সংযোগ ব্রেইলী ব্রীজ, পূর্বে হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার বর্ডার, পশ্চিমে তেরচর কুতুবপুর বর্ডার। মুলাদী পৌরসভার চারদিকে নদী বেষ্টিত। উত্তরে আরিয়ালখাঁ শৈলা, নদী দক্ষিনে নয়াভাঙ্গনী নদী, পূর্বে নয়াভাঙ্গনী নদী, পশ্চিমে আরিয়ালখাঁ নদী
মুলাদী পৌরসভার নয়াভাঙ্গনী নদীর উপর রয়েছে হিজলা-মুলাদী সংযোগে বীর মুক্তিযোদ্ধা ভূলু ডাক্তার সেতু। যহার দ্বারা হিজলা-মেহেন্দিগঞ্জ বাসি মুলাদী বন্দরে সার্বক্ষনিক যোগাযোগ করছে। মুলাদী পৌরসভার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য মুলাদী হাট-বাজার যাহা দক্ষিণ বঙ্গের সর্ববৃহত হাট-বাজার হিসাবে পরিচিত। অত্র বাজারটি মুলাদী পৌরসভায় অবস্থিত।
মুলাদী পৌরসভা, বরিশাল
সংক্ষিপ্ত ইতিহাস
পৌরসভার সংক্ষিপ্ত বিবরণঃ-
বাংলাদেশর দক্ষিণ পূর্ব অঞ্চলের বরিশার অন্তর্গত জেলার মুলাদী উপজেলার কিছু অংশ নিয়া ২৫শে জানুয়ারী ২০০১ইং তারিখ মুলাদী পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। মুলাদী পৌরসভার উত্তরে তালুকদার হাট, দক্ষিণে বরিশাল মুলাদী সংযোগ ব্রেইলী ব্রীজ, পূর্বে হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার বর্ডার, পশ্চিমে তেরচর কুতুবপুর বর্ডার। মুলাদী পৌরসভার চারদিকে নদী বেষ্টিত। উত্তরে আরিয়ালখাঁ শৈলা, নদী দক্ষিনে নয়াভাঙ্গনী নদী, পূর্বে নয়াভাঙ্গনী নদী, পশ্চিমে আরিয়ালখাঁ নদী
ভৌগলিক অবস্থাঃ-
ভৌগলিক অবস্থান নিয়ে ২৫৪৭৫জন (২০০১) নাগরিকদের পৌর নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে মুলাদী পৌরসভা গঠিত হয়। অত্র পৌরসভায় মোট ০৯টি ওয়ার্ড রয়েছে যাহার মোট আয়তন ৫.৯০ বর্গ মিঃ মিঃ।
মুলাদী পৌরসভার নয়াভাঙ্গনী নদীর উপর রয়েছে হিজলা-মুলাদী সংযোগে বীর মুক্তিযোদ্ধা ভূলু ডাক্তার সেতু। যহার দ্বারা হিজলা-মেহেন্দিগঞ্জ বাসি মুলাদী বন্দরে সার্বক্ষনিক যোগাযোগ করছে। মুলাদী পৌরসভার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য মুলাদী হাট-বাজার যাহা দক্ষিণ বঙ্গের সর্ববৃহত হাট-বাজার হিসাবে পরিচিত। অত্র বাজারটি মুলাদী পৌরসভায় অবস্থিত।